প্রথম পুরস্কার পেলো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুত উৎপাদন করে গাড়ি চালানো এবং সেই গাড়ি চলা থেকেও বিদ্যুত উৎপাদনে প্রজেক্ট প্রদর্শনী করে এবার সিনিয়র গ্রুপে প্রথম পুরস্কার জিতে নিয়েছে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তাদের প্রজেক্টের না দেয়া হয় ‘টু ওয়ে পাউয়ার জোনকার’। গতকাল চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভব্যিষৎ’ স্লোগানকে সামনে রেখে গত ২৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বিকেলে সমাপনীদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সচিব নূর জাহান খানম, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অপর দিকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী রুমি, চুমকি ও আনিরা জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। তাদের কৃতিত্বে কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ ও অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া অভিনন্দন জানিয়েছেন।