চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি
স্টাফ রিপোর্টার: তোমরা আমাদের সন্তান। তোমরা ভালো করে লেখাপড়া করলে তোমার বাবা-মা ও স্কুলের শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে। ভালোভাবে লেখাপড়া করে বাংলার মুখ উজ্জ্বল করলে আমরা হবো এক শিক্ষিত জাতি এবং আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা বাংলাদেশের মানুষ। স্বাস্থ্য শরীর ও মনকে প্রফুল্ল রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। কথাগুলো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার আপনাদের যা দিচ্ছে বিগত কোনো সরকার তা দেয়নি। তাই প্রতিটা শিক্ষার্থীকে দিতে হবে আপনাদের সেরাটা। প্রতিটা শিক্ষার্থীকে সেরা শিক্ষা দিয়ে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব ও বিদ্যালয়ের সকল শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণের আগে ম্যানেজিং কমিটির সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার তার নিজস্ব তহবিল থেকে ৩ জন শিক্ষার্থীকে পোশাক প্রদান করেন। পরে বিগত সমাপনী পরীক্ষায় অ+ প্রাপ্ত ২ জন, শারমিন কামাল ও নুসরাত জাহানকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ২২টি ইভেন্টে মোট ৬৬ জন বিজয়ীর মাঝে ও ৬ জনকে মেধা পুরস্কার প্রদান করা হয়। উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী করিম।