দামুড়হুদায় দু’দিনব্যাপী স্বাধীনতাকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী স্বাধীনতা কাপ আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়ন একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে দামুড়হুদা সদর ইউনিয়ন ১৯-১১ পয়েন্টে হাউলী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন ইউসুফ আলী ও শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফী মো. রফিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী।