দর্শনায় কেরুজ স্কুলে পুরস্কার বিতরণকালে এমডি এনায়েত হোসেন
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, মেধাবীমুখ সৃষ্টির ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতা একদিকে যেমন সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অন্যদিকে বৃদ্ধি করে সাহস, সহনশীলতা ও গড়ে তোলে সুনাগরিক হিসেবে। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামীদিনের ভবিষ্যত। ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান এ প্রজন্ম যাতে প্রগতিশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে ব্যাপারে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। আজকের ছেলে-মেয়েরাই একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উজ্জ্বল করবে এ দেশের মুখ। তাই সর্বক্ষেত্রে বেশি বেশি করে খেলাধুলাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মনে রাখতে হবে একমাত্র মেধাবী প্রজন্মই পারে দেশ জাতি ও বিশ্বকে বদলে দিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মিলের ব্যবস্থাপনা পরিচালকের পতিœ ডলি আক্তার, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) একেএম সরোয়ার্দী, উপব্যবস্থাপক বাণিজ্যিক শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।