চুয়াডাঙ্গায় ৩দিনব্যাপী আইসিটি কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৩দিনব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকাল ৭টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মাহফুজুল হোসেনের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু কালাম আজাদ, নাজিম উদ্দীন, আইসিটি শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর বেলাল হোসেন ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

Leave a comment