হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহে মর্জিনা খাতুন নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদাহ জাফরাজপাড়ার মৃত আনুমোল্লার ছেলে জাহাঙ্গীরের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)। তিনি দুই সন্তানের জননী। গত বৃহস্পতিবার সবার অজানতে ঘরের সিলিংফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গৃহবধূ মর্জিনা খাতুনের ওপর জিনের আছর ছিলো। তিনি মাঝে মধ্যেই পাগলামি করতেন। তবে জিনের আছর নিয়ে পরিবারের কথায় আমল দেয়নি পুলিশ। জীবননগর থানা পুলিশ সুরোতহাল তৈরি করে।