একাত্তরের মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন

বিল্লাল আহ্বায়ক খায়রুল সদস্য সচিব
জীবননগর ব্যুরো: একাত্তরের মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা ছয়ঘরিয়ার বিল্লাল উদ্দীন। সদস্য সচিব মনোনীত হয়েছে কয়রাডাঙ্গার খায়রুল ইসলাম। একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠন মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন।
একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবীর আহাদ, সদস্য সচিব আবুল বাশার ও সদস্য মনিন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত অনুমোদিত কমিটির যুগ্মআহ্বায়ক মনোনীত হয়েছেন যথাক্রমে রামনগরের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, কলাবাড়ির জালাল উদ্দিন, জ্বিনতলাপাড়ার মোস্তফা খান, গোবিন্দপুরের সেলিম ও জীবননগরের আবু বকর সিদ্দিক। সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে মদনার রেজাউল করিম, মুন্সীপুরের পীর মোহাম্মদ, নতুন বাস্তপুরের আয়ুব আলী, বেলগাছির হাফিজ উদ্দিন, হাজরাহাটির মাহতাব উদ্দীন, জাফরপুরের কেএম জোহা, তালতলার সোহরাব উদ্দিন, শ্রীরামপুরের আব্দুল কুদ্দুছ, রোয়াকুলির মুরাদ আলী, বাড়াদির শেখ আমিন উদ্দিন, জীবননগরের সাইদুর রহমান, মুজিবর রহমান, জলিল উদ্দিন ও বাঁকার আব্দুল ওয়াহেদ।