স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম (২২) এক শিশুকে বলাৎকার করেছে। এ মর্মে অভিযোগ উত্থাপন করা হলেও শেষ পর্যন্ত শিশুর মা থানা পুলিশ করবেন না বলে জানিয়েছেন।
স্থানীয়রা বলেছেন, মৃত ভাদু ম-লের ছেলে শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের একটি দোকানের কর্মচারী। সে তার মায়ের বর্তমান সংসারেই থাকে। গতকাল শুক্রবার দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার অপর এক ভাড়ায় বসবাস করা পরিবারের ঘরে ঢোকে শরিফুল। ৯ বছরের শিশুকে বলাৎকার করছে দেখে শিশুর মা ঘরের দরজা দিয়ে শরিফুলের মাকে ডাকেন। শরিফুলের মা দ্রুত ঘটনাস্থলে ফিরে শরিফুলকে চড় থাপ্পড় মেরে সরিয়ে নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। শিশুর মা শিশুকে নিয়ে শিশুর নানি বাড়ি গিয়ে বিষয়টি জানাতেই সরব হয়ে যায় মহল্লায়। পরে অবশ্য শিশুর মা বিষয়টি নিয়ে থানা পুলিশ করবেন না বলে জানান। শরিফুল সুযোগ বুঝে গাঢাকা দেয়।