স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ঈদগাহপাড়ায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব পাভেল। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা সোয়েব রিগান। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, পৌর ছাত্রলীগ নেতা জান্নাত, থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, আল মোমিন, উজ্জ্বল, কলেজ ছাত্রনেতা আকাশ, রিমন, স্বাধীন, ফয়সাল, হারুন, লাদেন, রুদ্র, জীবন, আশিক, সিপন, সুমন, রিজভী, রিংকু, ছড়োয়ার, কুলাচারার সোহেল, মিঠুন, আহসানসহ ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্নপাড়া থেকে আগত নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অন্যতম নেতা তানভির আহম্মেদ সোহেল।