স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের তোতাকে নেশা জাতীয় ঘুমের ইনজেকশন প্যাথেডিনসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের চুনুরিপাড়ার মৃত মোতালেবের ছেলে তোতা (৪৫)। সে দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় ঘুমের ইনজেকশন প্যাথেডিন বিক্রি করে আসছে। তার নামে রয়েছে ৬ মামলা। গতকাল জেলা গোয়েন্দা পুলিশে গোপন সংবাদের ভিত্তিতে মাথাভাঙ্গা ব্রিজের নিকট ফেরি করে নেশা জাতীয় ঘুমের ইনজেকশন প্যাথেডিনসহ বিক্রি করছে। এ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এএসআই শহিদুল, আসাদ, আবেদুর রহমান অভিযান চালায়। এ সময় ২০ পিস নেশা জাতীয় ঘুমের ইনজেকশন প্যাথেডিনসহ তোতাকে গ্রেফতার করে।