দামুড়হুদার কাদিপুর গাঙপাড়ার দিনমজুর তরিকুলের লাশ উদ্ধার

হত্যার রহস্য নিয়ে ধুজাল : ৪ জনের নামে হত্যা মামলা দায়ের:রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

দামুড়হুদা প্রতিনিধি/দর্শনা অফিস: দামুড়হুদার কাদিপুর মরাগাঙ থেকে তরিকুল ইসলাম (২৬) নামের এক দিনমজুর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গাঙপাড়ার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ৪ জনের নামে বাদি হয়ে মামলা দায়ের করেছেন নিহতের পিতা।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে নিহত তরিকুল স্ত্রী শিল্পি তার শ্বশুরকে বলে আপনার ছেলে রাতে বাড়ি ফেরেনি। এ কথার পরই মূলত শুরু হয় খোঁজাখুজি। খোঁজাখুজির এক পর্যায়ে সকাল ৯ টার দিকে বাড়ির অদুরবর্তী মরাগাংয়ের মধ্যে কচুরিপানা চাপা দেয়া অবস্থায় বাম হাতের ওপরের অংশ পানির ওপরে ভাসতে দেখে প্রতিবেশীরা। তারা তাৎক্ষনিক বিষয়টি পুলিশ প্রশাসনকে জানালে বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ডাঙায় তোলেন। পরে লাশ থানায় নেয়া হয়। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে নিহতের পিতা খলিলুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। রাত ৮টার দিকে নিহত তরিকুলের লাশ গ্রামে পৌঁছুলে গ্রামে নেমে আসে শোকের ছায়া। মা আনোয়ার খাতুন, স্ত্রী শিল্পি খাতুনসহ স্বজনদের কান্না আর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। ৯টার দিকে নিহতের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবিব (পিপিএম) ও দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এক সন্তানের জনক নিহত তরিকুল ছিলেন দুই ভাই ও এক বোনের মধ্যে সকলের বড়। শিমুল নামের ৩ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ারের সাথে তাদের পূর্ব বিরোধ ছিলো। গত বুধবার রাত পৌনে ১১টা পর্যন্ত তরিকুল গ্রামের মুনছুর আলীর চায়ের দোকানে টিভিতে ক্রিকেট খেলা দেখে। খেলা দেখা শেষে বাড়ি ফেরার সময় তাকে দেলোয়ার ও তার লোকজন কৌশলে মাঠে ডেকে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে তাদের ধারণা। তবে অপর একটি সূত্র বলেছে, মরাগাঙে মাছ চাষ করা নিয়েও তাকে হত্যা করা হতে পারে। কারণ একটি মহল এবার মাছচাষ করবে বলে সম্প্রতি লিজ গ্রহীতাদের জানিয়ে দেয়। এছাড়া রাতে মাছ পাহারা দেয়ার জন্য নাইটগার্ড ছিলো। তাদেরও জিজ্ঞাসাবাদ করলে কমবেশি তথ্য বেরিয়ে আসতে পারে। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।