আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে শহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাউকি গ্রামের রতনকে আটক করেছে। তাফসিরুল কোরআন মাহফিলে এক বক্তাকে নিয়ে বিরোধের জেরে শহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই মামলায় গত বুধবার রাতে তাকে আটক করেছে।
জানা গেছে, গত ১৪ মার্চ দিনগত রাতে আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ডাউকি গ্রামের সাফায়েতের ছেলে রতন আলী(৩৫)কে আটক করেছে। গত বছর ৭ ডিসেম্বর বৃহস্পতিবার আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলে এক বক্তাকে নিয়ে বিরোধের জেরে শহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে ৮ তারিখে ওই ঘটনায় আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ৩০/৩৫জনে আসামী করে মামলা দায়ের করেন। চারতলা মোড়ের সিসি ক্যামেরায় ভাংচুরের ফুটেজ দেখে পুলিশ রতনকে আটক করেছে। তা ছাড়াও গতকালই তাকে আদালতে প্রেরন করা হয়েছে।