অফিসার্স দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে এসপি অফিসকে হারিয়ে সদর উপজেলা অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: অফিসার্স দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে এসপি অফিস চুয়াডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদর উপজেলা অফিসার্স ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এসপি অফিসকে চুয়াডাঙ্গা ২-১ সেটে অফিসার্স ক্লাব সদর উপজেলা পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের দখলে নিয়ে শেষ হাসি হাসে। ফাইনাল খেলা শেষে উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ। মিনিস্টার ফ্রিজ ও মার্ভেলাসের সৌজন্যে চ্যাম্পিয়ন, রানারআপ দল ও অংশগ্রহণকারী সকল জুটিকে পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদ ও সমাজসেবা অফিসার আবতুল্লাহ আল সামী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার ফ্রিজ ও মার্ভেলাসের পরিচালক আব্দুল লতিফ খান যুবরাজ। সভাপিতত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক।