দেশি টুকরো

২৮৪ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ

স্টাফ রিপোর্টার: ৩৬তম বিসিএস অপেক্ষামাণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডার সংশ্লিষ্টদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল বৃহস্পতিবার দুপুর ফলাফল প্রকাশের তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শূন্য পদের চাহিদার প্রেক্ষিতে ৩৬তম বিসিএস-এর ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। এক্ষেত্রে ৩৬তম বিসিএস এ প্রার্থীদের অর্জিত মেধাক্রম ও কোটা পদ্ধতির ভিত্তিতে ১ম শ্রেণির পদে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে। প্রথম শ্রেণির পদের সুপারিশ সম্পন্ন হয়েছে, সামনে দ্বিতীয় শ্রেণির পদে সুপারিশ প্রদান করা হবে।

কংগ্রেসের আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার: অলইন্ডিয়া কংগ্রেস কমিটির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের তিন সদস্যদের একটি প্রতিনিধি দল। আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠেয় ৮৪তম ন্যাশনাল কংগ্রেসের প্ল্যানারি সেশনে তারা যোগ দেবেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন দলটির যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে প্রতিনিধি দলটি কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবে। রাহুল গান্ধীর সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এটি হবে প্রথম সাক্ষাৎ। এতে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

অপরদিকে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির আমন্ত্রণে এপ্রিলের ২১-২৭ তারিখে আওয়ামী লীগের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের ভারতে যাওয়ার কথা রয়েছে।

দেশে পৌঁছেছে মালিতে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ

স্টাফ রিপোর্টার: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বিকেল ৫টার দিকে চারজনের মরদেহ এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের জানাজা সম্পন্ন হবে। নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স কর্পোরাল আকতার (ময়মনসিংহ), সৈনিক রায়হান (পাবনা) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)। গত ২৮ ফেব্রুয়ারি মালির দোয়েঞ্জা নামক স্থানে রাস্তার পাশে পুঁতে রাখা ভয়াবহ মাইন বিস্ফোরণে নিহত হন চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্য। এ সময় আহত হন আরও চারজন।

অন্ধকার ১ মিনিটে নিশ্ছিদ্র নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘২৫ মার্চ ১ মিনিট ‘ব্লাক আউট’ নাইটে নাশকতা রোধে প্রস্তুত থাকবে পুলিশ। এজন্য এ সময়টায় পরিকল্পিত নিরাপত্তা নেয়া হবে।’ গত বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবসের নিরাপত্তা সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘এদিন জাতীয় গ্রিডের লাইন বন্ধ না করে যার যার অবস্থান থেকে নিজেদের নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক সুইচ ১ মিনিট বন্ধ করে দেবেন। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে ১ মিনিট অন্ধাকারাছন্ন সময়ে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেজন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে।’

সভায় কমিশনার ছাড়াও ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস পেলো নেপাল

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে এই স্বীকৃতি পেয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার হারারের ওল্ড হারারিয়ানস মাঠে সন্দ্বীপ লামিচানে ও দিপেন্দ্র আইরির ৪টি করে উইকেট শিকারে ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। পরে আইরির ৫৮ বলে অপরাজিত ৫০ রানে ১৬২ বল বাকি থাকতেই ম্যাচ জিতেছে নেপাল।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় নেপাল, নেদারল্যান্ডসকে একটা ধন্যবাদ দিতেই পারে। এদিন নেদারল্যান্ডস হংকংকে হারানোয় নেপালের সামনে সমীকরণটা সহজ হয়ে যায়- ম্যাচ জিতলেই ওয়ানডে স্ট্যাটাস। সমীকরণ মেলাতে কোনো বেগই পেতে হয়নি পরশ খড়কার দলকে।

অন্যদিকে পাপুয়া নিউগিনি ও হংকং ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে। দু’দলই ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে নেমে গেছে। ২০২০ সালের আগে মাত্র একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা- শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে নবম স্থান নির্ধারণী ম্যাচ।

রূপসায় জিপসামবাহী জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টার: সিমেন্টের কাঁচামাল জিপসামবাহী ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজ খুলনায় রূপসা নদীতে ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে খানজাহান আলী (র.) সেতু সংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে জাহাজে অবস্থানরতরা দ্রুত সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি।

র‌্যাব-৬ খুলনার পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা লোকজনকে নিরাপদে উদ্ধার করে। তবে জাহাজটি রক্ষা করা সম্ভব হয়নি। সেটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। জাহাজটিতে ১ হাজার ৩৫ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ছিলো বলে জানিয়েছেন উদ্ধার কাজে আসা কোস্টগার্ডের এক সদস্য। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানাসংলগ্ন রূপসার মাঝনদীতে নোঙর করা ছিল। ২টা ১৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে এ কার্গো জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। ৩টা ২০ মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাহাজ ডুবির ঘটনা শুনে র‌্যাব, কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে যায়।