প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমস’র শুভ উদ্বোধন করেন। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই যুব গেমস। এ আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমরা জানি, বিশ্ব অলিম্পিক হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আসর। সেই হিসেবে এটা অনেক মর্যাদার টুর্নামেন্টও। কিন্তু বিশ্ব অলিম্পিকসে বাংলাদেশ বরাবরই অনুজ্জ্বল। এর মূল কারণ বিশ্ব অলিম্পিকসে যেসব খেলাধুলা হয়, আমাদের দেশে তার চর্চা খুবই কম। কিন্তু বিশ্বে নিজেদের গৌরব-সম্মান ও মর্যাদা বাড়াতে হলে বৈশ্বিক খেলাগুলোর অনুশীলনের গুরুত্ব অপরিসীম। আলোচ্য যুব গেমসের মাধ্যমে সেই খরা অনেকটাই ঘুচবে বলে আমরা মনে করি। দেশের প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভার বিকাশ ও কিছু মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হলে অদূর ভবিষ্যতে আমরা বিশ্ব অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করতে পারবো এতে কোনো সন্দেহ নেই।
আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নারী ক্রিকেটাররাও। অর্থাৎ বিশ্বমানের খেলোয়াড় তৈরির পরিকল্পনা নিয়া অগ্রসর হলে সাফল্য ধরা দিতে বাধ্য। আগামী ১৬ মার্চ যুব গেমস শেষে কৃতিত্ব অর্জনকারী ছেলে-মেয়েদের জন্য আলাদাভাবে যত্নবান হতে হবে। মেহেরপুর গাংনীর নিলুফা ইয়াসমিন রেশমা বাংলাদেশ যুব গেমসে স্বর্ণজয় করাই তোমাকে অভিনন্দন।