চুয়াডাঙ্গায় বিকেএসপির বাছাই আগামী ২০ মার্চ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তত্ত্বাবধানে সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আগামী ২০ মার্চ তৃণমূল পর্যায় থেকে ১৭টি ক্রীড়ার ওপর প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম শুরু হবে। বাছাইয়ে অংশগ্রহণ ইচ্ছুক সকল প্রতিযোগীকে অনলাইনে ফরম পূরণ করে পূরণকৃত ফরমের অনলাইন কপিসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন ও পিএসসির সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে। একই সাথে প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। অনলাইনে ফরম পূরণের জন্যwww.bksp.gov.bd-তে লগ ইন করে সেখানে প্রকৃত নাম ঠিকানা, জন্ম তারিখ ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। যে সকল ক্রীড়ায় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেগুলো হলো: ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, আরচারি, বক্সিং, উশো, সাঁতার, ব্যাডমিন্টন, তাইকোয়ান্দ, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, জুডো, শুটিং, কারাতে, ভলিবল ও জিমন্যাসটিক্স। বাছাইকৃত সকল প্রতিযোগীদের প্রাথমিকভাবে ১ মাসের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কার্যালয় ও ক্রিকেট উপ-কমিটির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি