ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা প্রাগপুর গ্রামের রংপতি নামের গৃহবধূ পাখিভ্যানে শাড়ি জড়িয়ে আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মুকুলের স্ত্রী রংপতি খাতুন। গতকাল ৯টার দিকে নিজগ্রাম প্রাগপুর থেকে পাখিভ্যানযোগে বাসবাড়ি গ্রামে যাওয়ার পথে শেখপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছুলে পাখিভ্যানের চাকায় শাড়ি জড়িয়ে গিয়ে রোডের ওপর আছরে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হারদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আলমডাঙ্গা প্রাগপুরে গৃহবধূ রংপতি সড়ক দুর্ঘটনায় আহত
