দামুড়হুদায় নিম্নমানের বালু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর থেকে দলকালক্ষ্মীপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্স কৌশলে সংশ্লিষ্টদের নজর এড়াতে নির্মাণাধীন রাস্তার দুই দিকের প্রবেশ মুখে ভালো বালু দিয়ে বাকি রাস্তায় বালুর পরিবর্তে মাটি ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, দামুড়হুদার দলকালক্ষ্মীপুর থেকে জুড়ানপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে ১০ ইঞ্চি বালু ফেলার কথা থাকলেও চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্সের সত্বাধিকারী আরিফুল ইসলাম সোনা মিয়া রাস্তা খোড়ার পর কৌশলে সংশ্লিষ্টদের ধোকা দিতে রাস্তার দু’দিকের প্রবেশ মুখে ভালো বালু ফেলে এবং বাকি রাস্তায় নিম্নমানের মাটি-বালু দিয়ে কাজ করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনগণের চোখে পড়লে গত শুক্রবার কাজ বন্ধ করে দেয়। পরে দলকালক্ষ্মীপুরের মেম্বার তরিকুল ইসলামকে খবর দিলে মেম্বার এসে বলে আমাদের গ্রামের রাস্তা ভালো হোক এটাই আমাদের দাবি। তরিকুল মেম্বার জানায়, আমাকে চুপ থাকতে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়েছে। দু’দিন রাস্তার কাজ বন্ধ থাকার পর গত সোমবার বিষ্ণুপুর মাঠের রাস্তার পাশে মৃত নুরু ম-লের ছেলে প্রিন্সের জমির গর্ত থেকে মাটি এনে পুনরায় কাজ শুরু করে। এ ঘটনার পর লক্ষ্মীপুরের স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটি বহনকৃত ট্রাক্টরগুলো আটকে রাখে। এ বিষয়ে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমার জানা ছিলো না। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইউএনও সাহেবের দৃষ্টি কামনা করছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, দামুড়হুদার দলকালক্ষ্মীপুর থেকে জুড়ানপুর পর্যন্ত এলজিইডির তত্ত্বাবধানে ১ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ৯০৭ টাকা ব্যয়ে ৩ হাজার ৬৭০ মিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।