জীবননগর মনোহরপুরে জমির মাটি চুরি করে কেটে বিক্রির অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুরে মাঠের জমি থেকে চুরি করে কেটে নেয়া হয়েছে মাটি। এ মাটি বিক্রি করে তারা লুটে নিয়েছে মোটা অঙ্কেকর টাকা। চুরি করে জমির ৩ থেকে ৪ ফুট গভীরতা করে টপ সয়েল কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে জমিসহ জমিতে থাকা বৃহৎ ৬টি মেহগুনি গাছ। এ ব্যাপারে ৩ জনকে অভিযুক্ত করে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
জীবননগর মনোহরপুরের ব্যাংকার মাহতাব উদ্দিনের স্ত্রী উজালা খাতুনের অভিযোগ থেকে জানা যায়, তারা দুজনই চাকরির কারণে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে একই গ্রামের মৃত ইসলাম মিস্ত্রির ছেলে আজিমুল হক, মৃত নাসির উদ্দিনের ছেলে সোহেল ও মৃত কলিম উদ্দিনের ছেলে নাজমুল চুরি করে তাদের জমি থেকে প্রায় ৩ থেকে ৪ ফুট গভীরতা করে মাটি কেটে বিক্রি করে দিয়েছে। সম্প্রতি তারা এ চুরির কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সকলে মাটির ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তারা পাওয়ার ট্রিলারে করে মাটি বিক্রি করে থাকে। এ মাটি বিক্রি করে তারা দু’থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের আসামি করে জীবননগর উপজেলা নির্বাহী বরাবর উজালা খাতুন লিখিত একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।