স্টাফ রিপোর্টার: আইনগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন। পিতার বন্ধু সেজে বাড়ি ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ফুঁসলে দীর্ঘদিন ধরে ধর্ষণই শুধু করেনি এক লম্পট, অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে জোর করে গর্ভপাত ঘটিয়ে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। অসহনীয় যন্ত্রণা নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শয্যাপাশে দাঁড়ান। আবেদনের প্রেক্ষিতে আইনগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের হতদরিদ্র পরিবারের গৃহকর্তার বন্ধু সেজে বাড়ি ঢোকে একই গ্রামের আবুল কাশেম। ফুঁসলে বন্ধুর মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরই একপর্যায়ে ধর্ষণের শিকার ছাত্রীকে নেয়া হয় হরিণাকু-ু স্বাস্থ্য কমপ্লেক্সে। গর্ভপাত ঘটানো হয়। স্কুলছাত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে অনেকটা গৃহবন্দির মতো করে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় ঘটনা প্রকাশ পায়। পুলিশ নড়ে চড়ে বসে। মামলা গ্রহণের পাশাপাশি ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। গতকাল মঙ্গলবার মানবতা ফাউন্ডেশন আইনগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।