ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহাম্মদ। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়নের খাতাপত্র চেক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ইউপি সচিব ফয়জুর রহমান।