দর্শনা আইসি পুলিশের মাদক বিরোধী অভিযান
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুরের খোকাকে গ্রেফতার করেছে। খোকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই লাভলু ও মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার আজমপুর-ঈশ্বরচন্দ্রপুর সড়কে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এসময় গ্রেফতার করা হয় ঈশ্বরচন্দ্রপুরের মোনাজাত হোসেনের ছেলে সাইদুল হক ওরফে খোকাকে। গ্রেফতারকৃত খোকার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় খোকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।