মেহেরপুর অফিস: চ্যানেল ২৪ মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জমান সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় মেহেরপুরের সাংবাদিকসহ বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত রাশেদুজ্জামান। গেলো ডিসেম্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোটিংয়ের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন রাশেদুজ্জামান রাশেদ। ৯ মার্চ চ্যানেল ২৪ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাশেদের হাতে চেক ও সনদপত্র তুলে দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ।
এদিকে রাশেদের এই কৃতিত্বে মেহেরপুর প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। একইসাথে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বীরমুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। পেশাগত কাজে আরও ভালো কিছু করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন রাশেদ।