সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে

দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভায় নজরুল মল্লিক

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও নাটুদহ ইউনিয়নের আ.লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আ. লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। মতবিনিময়কালে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করতে হবে। সে জন্য সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের সীমিত সম্পদের ওপর ভর করে তিনি তার কৌশল আর সাহসিকতা দিয়ে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টসহ ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের চক্রান্ত রুখে দিয়ে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান সকলকে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা বটতলা মোড়ে ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নজরুল মল্লিক। এ সময় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির বিশ্বাস, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জেলা আ.লীগের সদস্য সহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, শুকুর আলী, সাবেক ছাত্রলীগ নেতা হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আফজালুর রহমান, জাহিদুল হক, মেরাজ, খোকন হোসেন, শিক্ষক আলাউদ্দিন, মজিবর রহমান, গোলাম রসুল, বদিউজ্জামান বদর, শহিদুল মালিতা, শিক্ষক বিল্লাল, রহমত, মুনতাজ, কামাল হোসেন, যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, কাজি চঞ্চল, আ. হাকিম, ডলার, সাখাওয়াৎ, রানা, আলম, মমিন, সাইফুল আজম হারুন, আনার, জুয়েল প্রমুখ। মতবিনিময়সভার আগে দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।