স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহর ও শহরতলীতে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। পর পর দু’দিন সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল এলাকার দুটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল অনেকটা চোখের পলকে চুরি হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোটরসাইকেল চোরের টিকি ছুঁতে পারেনি পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটের অদূরে মেডিনোভার অন্যতম স্বত্বাধিকারী তুহিন তার মোটরসাইকেলটি বাড়ির ভেতর রেখে নিজের কাজে ব্যস্ত হন। ঘুরেই দেখেন মোটরসাইকেলটি নেই। নেই তো নেই। গত দু’দিনে মোটরসাইকেলটির হদিস মেলেনি। এর মাঝে গতকাল রোববার সন্ধ্যার পর হাসপাতাল সড়কের প্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের পেছন প্রান্তে কলেজ শিক্ষক জিয়াউর রহমানের বাড়ি থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। তিনি গোকুলখালীর ডা. আফছারউদ্দিন কলেজের শিক্ষক। নিজের ব্যবহৃত হিরোহোন্ডা স্পিলিন্ডার প্রো (চুয়াডাঙ্গা-হ-১১-৮২৯৬) মোটরসাইকেল নিজের বাসায় রেখে কাজে ব্যস্ত হন। কিছুক্ষণ পর দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরির এ খবর শুনে অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছেন, বেশ কিছুদিন বিরতির পর চুয়াডাঙ্গা জেলা শহরে ও শহরতলিতে মোটরসাইকেল চুরির যেন হিড়িক পড়েছে। আর চুরি হলে তা উদ্ধার দূরের কথা, চোরের টিকিও ছুঁতে পারছে না পুলিশ।