অর্ধ শতাধিক উঠতি বয়সী শিক্ষার্থীকে আটকের পর শপথ করিয়ে অভিভাবকের জিম্বায় মুক্তি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে সন্ধ্যায় পুলিশের অভিযান

আলমডাঙ্গা ব্যুরো: পড়ার টেবিল ছেড়ে রাতে কেরামবোর্ড, চা’র দোকান ও রোডে ঘোরাঘুরি করা অবস্থায় আলমডাঙ্গা থানা পুলিশ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে আটক করে। পরে বিড়ি-সিগারেট না খাওয়া, মাদকাসক্ত না হওয়া ও পড়ার টেবিলে ফিরে যাওয়ার শপথ করিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয় তাদের। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে গতকাল চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। সদর থানা পুলিশ তেমন কাউকে খুঁজে না পেলেও আলমডাঙ্গা থানা পুলিশের সামনে পড়ে অর্ধশতাধিক শিক্ষার্থী।
জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শহরে অভিযান পরিচালনা করেন। শহরের বিভিন্ন এলাকার ক্যারামবোর্ড, চা’র দোকানের আড্ডা ও রোডে ঘোরাঘুরি করার সময় পুলিশ প্রায় অর্ধশতাধিক স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী কিশোর-তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের আটকের সংবাদ পেয়ে কয়েক শ’ অভিভাবক উপস্থিত হন থানা চত্ত্বরে। ছুটে যান জনপ্রতিনিধিরাও। সে সময় অভিভাবকদের উপস্থিতিতে আটক স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণদের দাঁড় করানো হয়। সকলের উপস্থিতিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান তাদেরকে হাত উঠিয়ে বিড়ি-সিগারেট না খাওয়া, মাদকাসক্ত না হওয়া ও পড়ার টেবিলে ফিরে যাওয়ার শপথ করান। পরে তাদেরকে অভিভাবকের হাতে সোপর্দ করেন। সে সময় তিনি অভিভাবকদেরকেও সন্তানদের গতিবিধি মনিটরিং করা, লেখাপড়ার খোঁজ রাখতে পরামর্শ দেন।