৩ গাঁজাখোর ও এক তাড়িখোর গ্রেফতার

চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে সদর থানা পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার: ৪ মাদকসেবীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাদেরকে পৃথক দুটি স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা রেলপাড়ার আলমের ছেলে রোকন, সাতগাড়ির রাজ্জাকের ছেলে নাঈম, মৃত বাদলের ছেলে শান্ত ও ভালাইপুরের মান্নানের ছেলে হাসিবুল। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশসূত্রে জানা গেছে, রোকন ও নাঈম সাতগাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটি মেলার মাঠ থেকে গাঁজাসেবন করছিলেন। এ সময় পুলিশ দুজনকে গ্রেফতার করে। একই এলাকার একটি মুদি দোকানের পাশ থেকে শান্তকে গাঁজাসেবনের সময় গ্রেফতার করা হয়। এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩জনকে গ্রেফতার করেন। এ ছাড়া সদর উপজেলার আলুকদিয়া বাজারে তাড়ি খেয়ে মাতলামি করছিলেন হাসিবুল। এ সময় এসআই কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশসূত্রে জানা গেছে।