দর্শনায় কেরুজ পুকুরে সাঁতার শিখতে গিয়ে ঘটলো বিপত্তি
দর্শনা অফিস: কেরুজ পুকুরে ফুটবল নিয়ে সাঁতার কাটতে গিয়ে ঘটেছে বিপত্তি। পুকুরের পানিতে ডুবে কেরুজ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাফিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাফিনেরে মৃত্যুতে দর্শনায় নেমেছে শোকের ছায়া।
দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের রফিকুল ইসলাম বুদোর ছেলে কেরুজ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাফিন প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্কুলের উদ্দেশে বের হয়। পাঠদান শেষে দুপুর ১২টার দিকে সহপাঠিদের সাথে ফুটবল নিয়ে সাঁতার শিখতে যায় কেরুজ সদস্য খণনকৃত পুকুরে। সাফিন ফুটবল ধরে সাঁতার শেখার এক পর্যায়ে সাফিনের হাত থেকে ফুটবল ফঁসকে যায়। তখন সাফিন আর নিজেকে রক্ষা করতে পারে না। একপর্যায় পানিতে তলিয়ে যায়। সাফিনকে দেখতে না পয়ে সহপাঠিরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে যায়। সাফিনের খোঁজে লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সেই সাথে খবর দেয়া হয় ফায়ারস্টেশনে। ফায়াসার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছুনোর আগেই কেরুজ নিরাপত্তা পরিদর্শক গিয়াস উদ্দীন পিনা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাফিনের সজ্ঞাহীন দেহ ডাঙায় তোলেন। সাফিনকে উদ্ধার করে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। সাফিনের মৃত্যু সংবাদ দর্শনায় পৌছুলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল থেকে দুপুর ২টার দিকে সফিনের লাশ তার বাড়িতে আনা হলে স্বজন ও সহপাঠিদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। গতকালই বাদ এশা সাফিনের লাশের জানাজা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।