ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হারদী থানা পাড়ার সুন্নত আলীর স্ত্রী রানী খাতুন (৪৫)। গতকাল বেলা ১২টার দিকে তিনি তার আত্মীয় বাড়ি পারকুলা গ্রাম থেকে পাখিভ্যানযোগে নিজ গ্রাম হারদী ফিরছিলেন। পথিমধ্যে মোনাকশা পার্কের নিকট একটি লাটাহাম্বা গাড়ি তাকে বহনকারী পাখিভ্যানকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় রানী খাতুন রাস্তায় ছিটকে পড়ে তার দু’হাত ভেঙে যায়। স্থানীয় জনগণ আহত রানীকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে।