স্টাফ রিপোর্টার: জান্নাতুল মাওলা কবরস্থান থেকে ডাব চুরির সময় হাতেনাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার রুবেলকে আটক করে থানায় দিয়েছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই শেষে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার আসলামের ছেলে রুবেল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেশা সেবনসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে জান্নাতুল মওলা কবরস্থানের ভেতর থেকে ডাব চুরি করছিলো। এসময় স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।