মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আমেরিকা প্রবাসী এমএম নূরুজ্জামানের সহযোগিতায় ‘বাড়ি মেহেরপুর’ নামের সংগঠনটি এ কর্মসূচি পালন করে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন ‘বাড়ি মেহেরপুর’ সংগঠনের পরিচালক কামরুজ্জামান সোহেল। র্যালিতে মেহেরপুর উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিকুল আলম, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক শহীদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, হেলপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলরুবা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন দিলরুবা জাহান, বাপ্পী পাল, অ্যাড. মিজানুর রহমান প্রমুখ।