জীবননগরে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে চার হোটেল মালিকের অর্থদণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা আইন অমান্য করে মিষ্টান্ন বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে চার হোটেল মালিককে অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সকালে শহরের দত্তনগর সড়কের মুসলিম বাগাট হোটেলের মালিক লিটনকে ১ হাজার ৫শ, মতিয়ার রহমানকে ১ হাজার, বিসমিল্লাহ হোটেলের মালিক রফিকুল ইসলামকে ৩ হাজার ও ভাই ভাই হোটেলের মালিক শাজাহান আলীকে ৩ হাজার টাকা ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫১, ৪৩ ও ৪৬ ধারা মোতাবেক অর্থদ- প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহযোগিতা করেন বলে জানা গেছে।