জীবননগর ব্যুরো: জীবননগরের উপজেলা পুরাতন তেঁতুলিয়া গ্রামে মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে দ্বিতীয় দফায় দু গ্রুপের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গ্রামের জামে মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে তেঁতুলিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে সাদ আহম্মদের সাথে একই গ্রামের হাসানের সাথে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও গতকাল সকালে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে সাদ আহম্মেদ গ্রুপের লোকজন হাসান গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। সংঘর্ষে সুলতান বিশ্বাসের ছেলে মতিয়ার বিশ্বাস (৪৫), ছেলে কাজল (১৬), মেয়ে মধুমালা (২৪), হাসানের মেয়ে বৃষ্টি (১৪) এবং অপর গ্রুপের আতিয়ার রহমানের ছেলে মিলন (২৮) এবং শুকুর আলীর ছেলে ইদ্রিস আলী (৪০) আহত হয়।
এ ঘটনায় গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় সাদ আহম্মেদের ছেলে প্রিন্স (১৯) ও মাহাতাবের ছেলে কলিংকে (২৩) আসামি করে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।