জীবননগরে দুটি ইউপিতে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা

বাঁকায় কাশেম ও রায়পুরে মতিয়ার চেয়ারম্যান প্রার্থী
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ও রায়পুর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বাঁকা ঈদগা ময়দানে পুলিশি বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামান ও দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন যৌথভাবে বাঁকা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল কাশেম মুন্সী ও রায়পুর ইউনিয়নে মতিয়ার রহমানের নাম ঘোষণা করেন।
আগামী ২৯ মার্চ জীবননগর উপজেলার বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করতে দুপুরে বাঁকা ঈদগা ময়দানে আলোচনাসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে কয়েকশ’ দলীয় নেতাকর্মী উপস্থিত হলে পুলিশ তাতে বাধ সাধে। সভা সংক্ষিপ্ত করার আহ্বান জানানো হয়। এ অবস্থার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, আব্দুর রশিদ ও মিলন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নেতা মজিবর রহমান, বুদো মোল্লা, সাইফুল ইসলাম, আবুল বাশার, আব্দুল মান্নান, হারেজ আলী মেম্বার, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, আবুল আহাদ, লিমন হোসেন, হারুন অর রশিদ, আব্দুল হালিম, নজরুল ইসলাম, মিজানুর রহমান, বিশারত আলী, জাহিদ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বাঁকা ইউনিয়নে বিএনপির একক প্রার্থী হিসেবে বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সী ও রায়পুর ইউপিতে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নাম ঘোষণা করা হয়।