মাথাভাঙ্গা ডেস্ক: বাংলাকে জাতিসংঘের দফতরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন এবং অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের দাবির মধ্যদিয়ে বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে সমগ্র জাতি। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহঙ্কারের মিনার। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে প্রতিটি স্থানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছে ভাষা শহীদদের।
ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) ৪ দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অধিকতর উন্নয়ন এবং বিশ্বে জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষার যথাযথ চর্চা, ব্যবহার এবং সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি। এটি আমাদের জন্য বিরাট গৌরবের। তাই এ ভাষার চর্চা ভুলে যাওয়া উচিত হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালি হিসেবে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অন্যান্য গৌরব সমুন্নত রাখবো এবং এ ব্যাপারে জনগণকে সচেতন করবো।
প্রভাতফেরি, শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা, দোয়া মাহফিল, ভাষা সৈনিকদের সংবর্ধনা ও আলোচনাসভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে গতকাল বুধবার সারা দেশের ন্যায় মেহেরপুরেও পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। এছাড়া এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন রাখা হয়। এছাড়াও বাদ জোহর ও সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপসানালয়ে ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ মাহবুব। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈদ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় জেলা পরিষদ ভবনের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল মোমিন।
এ সময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান ও খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, হিসাব রক্ষক কর্মকর্তা আসলাম উদ্দিন, শরিফুল ইসলাম, নুর আলম, আবুল কাশেম, জুলমত আলী ও মোহাম্মদ বাপ্পী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিকেলে স্কুল আঙিনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াস¤্রাট আহাদ আলী মোল্লা। প্রতিষ্ঠানের সভাপতি হাজি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, নাজমুল আরিফিন, আব্দুস সালাম ও হুমায়ুন কবীর আকাশ। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ সেলিম। দোয়া পরিচালনা করেন ক্বারি শিক্ষক ইমরান হুসাইন।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহজাহান আলী। বক্তব্য রাখেন সহঅধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক মো. খসরুজ্জামান, হেলেনা নাসরিন, মো. তৌহিদুজ্জামান, মো. কামরুজ্জামান প্রমুখ। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা পদযাত্রা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
চুয়াডাঙ্গা-মেহেরপুরে মিনিস্টার ফ্রিজ’র উদ্যোগে শুদ্ধ বাংলাচর্চা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে থেকে র্যালি শুরু হয়ে সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শোরুমের ম্যানজার কামরুজ্জামান কালাম, শহিদুর রহমান, মাহবুবব হোসেন, মিলন হোসেন প্রমুখ।
মেহেরপুরে র্যালিতে উপস্থিত ছিলেন ইনভেসটার মো. শামীম রেজা, ম্যানেজার রুহুল কুদ্দুস, সহকারী ম্যানেজার সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, আখতারুল ইসলাম প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, ভোরে দর্শনা পৌর আ.লীগের কার্যলয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ নেতৃবৃন্দ। দর্শনা পৌরসভার আয়োজনে দর্শনা কেরুজ বাজার মাঠ থেকে প্রভাবফেরি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা কলেজমাঠে নবনির্মিত কেন্দ্রীয় শহীদবেদীতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। দর্শনা পৌর মুক্তিযোদ্ধা সংসদ, দর্শনা পৌর আ.লীগ, জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডিএস ফাজিল মাদরাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণচাদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, অংকুর আদর্শ বিদ্যালয়, লিটিল এনজেলস ইন্টার ন্যাশনাল স্কুল, ওয়েভ ফাউন্ডেশন, অনির্বাণ থিয়েটার, দর্শনা স্থলবন্দর, দর্শনা প্রেসক্লাব, দর্শনা ইলেকট্রনিক্স মিস্ত্রি কমিটি, ফারিয়া, বিসিডিএস, কমিউনিস্ট পার্টি, শ্যামপুর, পূর্বরামনগর, পরাণপুর, দক্ষিণচাদপুর, কাস্টমস, জয়নগর, শান্তিনগর, আজমপুর, পশ্চিমরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মোটর শ্রমিক ইউনিয়ন, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দর্শনার আস্থা, জাগো দর্শনা, লাল সুবজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন র্যালিতে অংশ নেয়। র্যালিতে উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, অ্যাড. শহিদুল ইসলাম, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, হুমায়ুন কবির, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম লুলু প্রমুখ।
দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আব্দুস সালাম ভুট্ট, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, পুস্পমাল্য অর্পণ শেষে শপথবাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. শহিদুল ইসলাম।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কৃষকলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। আরামডাঙ্গা বটতালায় ইউনিয়ন যুবলীগের একাংশ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শিক্ষক আলাউদ্দিন, মুজিবর রহমান, গোলাম রসুল, শহিদুল মালিতা, আব্দুল হাকিম, বদিউজ্জামান বদর, যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু প্রমুখ। এছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাদিকাতুল উলুম দাখিল মাদরাাসা, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডারগার্টেন পতাকা উত্তলন দোয়া মাহফিল ও পুস্প অর্পণের মধ্যদিয়ে দিবসটি যাথাযোগ্য মর্যাদায় পালন করে।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, কুড়–লগাছি ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কুড়–লগাছি মাধ্যমিক মাধ্যীমক বিদ্যালয়, কুড়–লগাছি সদাবরী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুইচিতলা-বড়বলদিয়া দাখিল মাদরাসা, ইসলামী প্রি ক্যাডেট, বিশ্বাস কিন্ডারগার্টেন, ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়–লগাছি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়–লগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়–লগাছি দাখিল মাদরাসা, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার সুফি মোহা: রফিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকেীশলী (দূর্যোগ) নূরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, একািেডমক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, সহকারী প্রোগামার আব্দুল কাদির, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকারী সুপার জয়নাল আবেদীন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম তাসকির আহম্মেদ, আবিদ আজাদ প্রমূখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও আক্কাচ আলীর নেতৃতব্ েসাংস্কৃতিক অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে সংগীত পরিবেশিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় পরিদর্শক হারুণ অর রশিদ।
হাউলি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ৮ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি আয়ুব আলী স্বপন। উপস্থিতি ছিলেন আনোয়ারুল ইসলাম, আঃ সালাম, আঃ লতিফ, জিয়াউর রহমান, সামীমা সুলতানা, রাফিকা,কহিনূর আকতার, আয়েশা, শহিদুল, ওহিদুজ্জামান কামরুজ্জামান, আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুড়ানপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর ইয়থক্লাব ও বিষ্ণুপুর উদয়ন সংঘের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরী, দোয়া ও আলোচনা অনুষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড: রফিকুল আলম রান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান মতি, ইদ্রীস আলী, মিজানুর রহমান, মনিরুদ্দীন, টুকু বিশ্বাস ইউপি সদস্য আইনউদ্দীন, মোজাফফর হোসেন, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারন স¤পাদক আঃ করিম, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দীন, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় ও সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, ইয়থক্লাব ও উদয়ন সংঘের সদস্যরা।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে র্যালি শেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এছাড়াও সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ, ডিঙ্গেদহ দাখিল মাদরাসা, উদীচী ডিঙ্গেদহ শাখা, মুনিরা কিন্ডারগার্টেন, শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডিঙ্গেদহ কিন্ডারগার্টন স্কুলে র্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ বিশ্বাসের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ডিঙ্গেদহ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক বজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস হোসেন, প্রফেসর আতিয়ার রহমান, ডা. আকবার আলী, শিক্ষক গোলাম মোস্তফা, ইউনুচ আলী, সমাজ সেবক আমির হোসেন। ৫২নং ভা-ারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একুশের কর্মসূচি পালন করে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ তেতুল শেখ কলেজে উদ্যোগে আলোচনাসভা ও র্যালি বের করা হয়। আলোচনায় অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জলিবিলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।
অপরদিকে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, পদ্মবিলা ইউপির সাবেক ইউপি সদস্য সেলিম মল্লিক প্রমুখ। মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবার রহমান উপস্থিত ছিলেন। যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসায় র্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়, হিজলগাড়ি সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপস্থিত ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহীন আহম্মেদ, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, সদস্য আনোয়ার হোসেন, মিল্টন বিশ্বাস, শিক্ষক শফিকুল ইসলাম, আলী বাসার, ওয়াজেদ আলী, শাহাবুদ্দিন, শাহানাজ পারভীন, শেফালী খাতুন প্রমুখ। গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হায়দার মল্লিক। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, আবুবক্কর সিদ্দিক, শাহ আলম, বিপুল ও হারুন অর রশিদ।
চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার উদ্যেগে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন শাহ, প্রধান অপদেষ্টা কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, মনি শাহ, আয়েশা, আব্দুল লতিফ শাহ, কুদ্দুস শাহ, মুনতাজ শাহ, জামাত শাহ, আশাবুল হক, হাজেরা শাহ, ঐশি খাতুন প্রমুখ।
পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ বেবী নার্সিং স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন বিদ্যাপীঠ, যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালি শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি মো. শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। বদরগঞ্জ বাকিবিল্ল¬াহ কামিল মাদরাসায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জলিল হাওলাদার। চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার।
অপরদিকে বদরগঞ্জ ডিগ্রি কলেজে র্যালি শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি অ্যাড. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমি, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আল ইকরা ক্যাডেট একাডেমি, আলমডাঙ্গা প্রি-ক্যাডেট, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, শিশু নিকেতন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ প্রভাতফেরিসহ পুষ্পমাল্য অর্পণ করে। বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, হারদী শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্মসূচি পালন করে।
আলমডাঙ্গা শহীদ মিনারে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন। আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু. ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা চেয়্যারম্যান হেলাল উদ্দিন, জেলা সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা- জিপি, জেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম খান, শাহ আলম, পৌর সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান প্রমুখ।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫ গ্রাম ম-ল কমিটির ব্যতিক্রমী আয়োজন সকলের দৃষ্টি আকর্ষণ করে। ‘একুশ মানে মাথানতো না করা’ শীর্ষক আলোচনাসভা ও প্রভাতফেরী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় ৫ গ্রাম ম-ল কমিটির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদে আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খান। বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রাম ম-ল কমিটির সেক্রেটারি ব্যাংকার সিরাজুল ইসলাম ও শামসুজ্জোহা সাবু মিয়া।
আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু। বইমেলা কমিটির সভাপতি মামুন খন্দকারের সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রেনেসাঁ কিন্ডারগার্টেনের পক্ষ কর্মসূচি পালন করা হয়।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহবায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, মোবাশ্বের হোসেন চেীধুরী লিটন, সালাউদ্দিন, সিদ্দিক, আবু তাহের, লুৎফর, নজরুল, মজিদ, হিরালাল প্রমুখ।
এছাড়া ইউনিয়ন কৃষকলীগ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কুতুব উদ্দিন, যুগ্মআহবায়ক আশাদুল হক, আরিফুল ইসলাম নয়ন, আব্দুল বারিক, যুবলীগের সভাপতি মঈন হাসান, রহিদুল বিশ্বাস, হাসিবুল প্রমুখ।
গতকাল সকালে মুন্সিগঞ্জ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান। মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ, ইউনিক কিন্ডারগার্টেন, ড্যাফোডিল কিন্ডারগার্টেন, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্মর্সূচি পালন করে।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি রেজাউল করীম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, আবু ছদ্দীন, আহমদ আলী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
অপরদিকে, গাংনী ইউনিয়ান আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান, বজলুর রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, যুগ্মসাধারণ সম্পাদক আরিফ প্রমুখ। অপরদিকে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনাসভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়াম্যান কাওসার আহমেদ বাবলু, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ইউপি সদস্য এসা সরকার জাফর আলী, মনোয়ার হোসেন মনা, গিয়াস উদ্দীন মালিথা প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর ডিগ্রি কলেজ, আদর্শ মহিলা কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা আলিম মাদরাসা, শাপলকলি মাধ্যমিক বিদ্যালয়, দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকলিমা প্রি-ক্যাডেট স্কুল, প্রাইড একাডেমিক স্কুল, ফেমাস স্কুল, পৌর কিন্ডারগার্ডেন, আশরাফুল মডেল একাডেমি, রাখী প্রি-ক্যাডেট স্কুল, মিনিস্টার-মাইওয়ান শো-রুমের কর্মকর্তাবৃন্দ প্রভাতফেরী করে। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ছবি আঁকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদের বিশেষ দোয়া অনুষ্ঠান ও শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হাসাদাহ মডেল ফাজিল মাদরাসার উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনাভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আক্তারুজ্জামান। উথলী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল। উথলী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়, হারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও দেহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে সকাল ৭টায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাতফেরি ও শহরের শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানস্থ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিন সকালে মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম কলেজ, জিনিয়াস ল্যারেটরি স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শিশু পরিবার, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, অক্সফোর্ড কিন্ডারগার্টেন, গোলাম কাওসার গ্লোরিয়াস প্রিক্যাডেট একাডেমি, মিশন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, পিটিআই, মেহেরপুর ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে মেহেরপুর একে মটরস’র উদ্যোগে হিরো শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একে মটরস’র স্বত্বাধিকারী মোস্তাকুর রহমান তুষার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক জানে আলম, মীর রওশন আলী মনা প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় জেলা শিশু একাডেমিতে শিশুদের একুশ সংক্রান্ত কবিতা, গান, চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্য সাড়ে ৬ টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে অবস্থিত মফিজুর রহমান মুক্তমঞ্চে মেহেরপুরের ২ ভাষা সৈনিককে সংবর্ধনা প্রদান করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষা সৈনিকদ্বয়কে সংবর্ধনা স্মারক তুলে দেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো. আসকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবলু হোসেন স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে।
গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাসস্ট্যান্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের হয়। পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও যুবলীগ নেতা মাসুদ পারভেজ। পরে বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভায় উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক।
এদিকে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে র্যালি, আলোচনাসভা ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখা। সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল। সকালে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবলু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য আব্দুল বাকি। গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীনের নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে র্যালি শুরু হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালি শেষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এদিকে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে গোটা শহর শোভাযাত্রায় পরিণত হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, সাল সাড়ে ৭টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে প্রভাতফেরী শুরু করে মুজিবনগর স্মৃীতিসৌধে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মুজিবনগর থানার এসআই সুব্রত কুমার পাল, শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কু-ু, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। পরে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগে পুষ্প অর্পণ করে। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ম-ল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মাগুরাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই হাসানউজ্জামান প্রমুখ।