স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দিগড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামের ম-লপাড়ার মাহাবুদের ছেলে মোফাজ্জেল ম-লের জমিতে কে বা কারা ঘাষ কেটে নিয়ে যায়। পরে এই ঘাষ কাটার দোষারোপ পড়ে একই গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে বৃদ্ধ হারেজ উদ্দিনের ওপর। এরই সুত্র ধরে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জেলের কাছে থাকা ধারালো কাচি দিয়ে বৃদ্ধ হারেজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে বৃদ্ধ হারেজ আলী রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক বলেন, তার বাম হাতের বৃদ্ধ আঙুলটি কেটে চামড়ার সাথে ঝুলে আছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হতে পারে।