মেহেরপুর অফিস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে ২য় দিনের মতো মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. রহমতুল্লাহ’র নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহম্মদ বিজন, অ্যাড. আসাদুল আযম খোকন, অ্যাড. কামরুল হাসান, আ্যাড. আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাড.মিজানুর রহমান, অ্যাড.এহানুল হক খোকন, অ্যাড. সাইদুর রাজ্জাকসহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।