মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজিকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলো রিয়াল মাদ্রিদ। গতরাতের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-১ ব্যবধানের বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়েই খেলা চলছিলো। দুইদলই একাধিক সুযোগ নষ্ট করার পর প্রথম গোলের দেখা পায় পিএসজিই। ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আদ্রি রাবিও। প্রথমার্ধের শেষ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোলকে দলকে সমতায় ফেরান রোনালদো। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য বেশ বেগ পোহাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ব্রাজিল তারকা মার্সেলো। তার গোলের সুবাদে ব্যবধান দাঁড়ায় ৩-১।
ইতোমধ্যেই কোপা দেল রে ও লা লিগার স্বপ্নভঙ্গের পর চ্যাম্পিয়ন্স লিগই এখন রিয়াল মাদ্রিদের ভরসার জায়গায়।