দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রবি-২০১৭-১৮ মরসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মুগবীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা কৃষি অফিস কর্তৃক উপজেলার ২৩০ জন প্রান্তিক কৃষককে পাথাপিছু ৫ কেজি করে মুগবীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে মুগবীজ ও সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম, রফিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাইজার আলী পল্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াছির আরাফাত লেমন, বজলুর রহমান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমূখ।