স্টাফ রিপোর্টার: সড়কের ধারের গর্তে পড়া মোটরসাইকেল ঠেলে তোলার দৃশ্য দেখলে কেউ হয়তো ভাববেন, কোন এক আদরের দুলাল মোটরবাইক নিয়ে কসরত করতে গিয়ে পড়েছেন বেকায়দায়। কিন্তু না। গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাড়ির বিপরীতে সড়কের ধারে সড়ক প্রসস্তকরণের জন্য খুড়ে রাখা গর্তে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক বিদ্যুৎ নামক এক ব্যক্তি। তিনি একটি ইন্সুরেন্সের কর্মকর্তা। সড়ক দিয়ে যাওয়ার সময় বুঝতে না পারায় তিনি পড়ে যান নিচে। দৃশ্য দেখে পথচারিরা দ্রুত উদ্ধার করেন। মোটরসাইকেলেটি তোলেন সম্মিলিতভাবে ঠেলে। এ সময় অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেন, সড়কের ধারে বড় করে গর্ত করার পরও কেনো যে সতর্ককরণ সাইনবোর্ড দেয়া হয়নি?