চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান ইসলামপাড়ার সেন্টুসহ দুজন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপাড়ার সেণ্টু ও পুরাতন জ্বিনতলাপাড়ার তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ির ইচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেন্টুর বাড়ি থেকে সেন্টুসহ দুজনকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারের সময় এদের নিকট থেকে পাওয়া গেছে ৬০ পিচ ইয়াবা।
ইসলামপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সেণ্টু ও পুরাতন জ্বীনতলাপাড়ার ইনামুল হকের ছেলে তুহিনকে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুজনকেই আদালতে সোপর্দ করা হতে পারে। এছাড়া গতপরশু রাতে ইয়াবাসহ গ্রেফতারকৃত সাংবাদিক পরিচয়দাতা পাপ্পুর বিরুদ্ধেও নেয়া হয়েছে আইনগত ব্যবস্থা। পুলিশ এতথ্য দিয়ে বলেছে, গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।