চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী, সাজাপ্রাপ্ত আসামি খুনি তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে কর্মসূচি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে কলেজ ছাত্রলীগ। মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল। কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পনের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক সেক সামী তাপু। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, আসিব জোয়ার্দ্দার, শাওন, সবুজ, আদিব, প্লাবন খান, আফ্রিদী, মিশন, হাফিজ ইমন, হৃদয়, রাজ, মিরাজুল, রবিন, মিঠুন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, সুইট, রিয়াজ, কামরান, মারুফ, হাকিম, আরাফাত, তাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ, এসকে নিপ্পন, হিমু, ফারহান রাব্বি, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, এলাহী তৌফিক, আরফিন সজীব, নিশান, সাফিন, তামিম, আনিস, আশিক রাজ, জাহিদ, বাধন, জয়, সাহেদ, রাফি, রাব্বি প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে গতকাল রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে মিছিলটি পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মোড় প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহসভাপতি তারিকুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান জেলা শাখার সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার ও ইমরান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সেতু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশিদুল হাসান আনন্দ, গাংনী উপজেলা শাখার সভাপতি তোহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সাকিব, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মুজিবনগর কলেজ শাখার সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক তুষার ইমরান, গাংনী ডিগ্রি কলেজের সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।