চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ১০ পিস ইয়াবা উদ্ধার
স্টাফ রিপোর্টার: সাংবাদিক সেজে মারণনেশা ইয়াবা ফেরিকরা সেই পাপ্পু আবারও ধরা পড়েছে। এর আগে ৫০ পিসসহ ধরা পড়ে হাজতবাস শেষে বাড়ি ফেরে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় নেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে পাপ্পু স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। এ পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মারণনেশা ইয়াবার ব্যবসা করে আসছে বলে পুলিশ খবর পেয়ে কিছুদিন আগে তাকে পাকড়াও করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। ওই মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জামিনে মুক্ত হয়ে আবারও শুরু করে একই বাণিজ্য। পুলিশ এ তথ্য দিয়ে বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরে স্থানীয় পত্রিকার সংবাদিক সেজে আরও কয়েকজন ইয়াবা ফেরি করে। গতকাল সন্ধ্যায় আলী হোসেন মার্কেটের পেছনের একটি স্থানে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছে খবর পেয়ে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম পাপ্পুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর তাকে ছাড়িয়ে নেয়ার জন্য মোটাঅঙ্কের টাকা নিয়ে ঘুরতে শুরু করে তারই সহযোগীরা। বিষয়টি চাওর হলে থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ইন্সপেক্টর আমির আব্বাস বলেন, কোনো তদবিরে কাজ হবে না। মামলা হচ্ছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।