গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ঢেপা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ বাঁধে। এসময় একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেপা গ্রামের সাবেক মেম্বার কফিল উদ্দীন ও হারু মিয়া পক্ষের লোকজনের মধ্যে প্রায় দুই বছর ধরে বিরোধ চলে আসছে। বিবাদমান দু’পক্ষের লোকজনের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে আধিপত্য জানান দেয়ার চেষ্টা করে। এরই মাঝে কফিল উদ্দীনের বসতবাড়ির একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে উভয়পক্ষের লোকজন একে অপরকে দায়ী করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে গাংনী ও মেহেরপুর হাসপাতালে ভর্তি এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। গ্রাম জুড়ে বিরাজ করছে আতঙ্ক। যেকোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।