দামুড়হুদার কানাইডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন, উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হানেফ আলীর স্ত্রী আয়রন নেছা, একই গ্রামের ফরজ আলীর ছেলে মমিনুল ইসলাম এবং জাফর আলীল ছেলে ইমদাদুল হক। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গা গ্রামের মৃত মসেল উদ্দিন ওরফে চেন্টুর ছেলে কামরুল ইসলামের বাড়িতে শীতকালীন বড়ি শুকাতে দেয় আয়রন নেছা। গতকাল বৃহস্পতিবার কামরুলের বাড়িতে তার শাশুড়ি আসলে সে তার সাথে খারাপ আচরণ ও ঝগড়া করে। এসময় আয়রন নেছা তার বাড়িতে ছিলো। সন্ধ্যার পর আয়রন পুনরায় তার বাড়িতে গেলে কামরুল তার বাড়ির কথা পাড়ার অন্য জায়গায় বলার অভিযোগ তুলে আয়রনকে মারধর শুরু করে। এসময় মমিনুল ইসলাম ও ইমদাদুল হক তার চাচি আয়রনকে মারার প্রতিবাদ জানালে কামরুল ও তার ভাই জালাল, রবিউল ইসলাম ও জিয়ার উদ্দিন মিলে মমিনুল ও ইমদাদুলকে রামদা দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।