সদস্যপদ ফিরে পেলেন কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান টাইগার
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য পদ ফিরে পেয়েছেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মো. শাখাওয়াত হোসেন টাইগার। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের কর্মী সামাবেশে তার নির্বাহী সদস্য পদ ফিরিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসমাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আলী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড. বেলাল হোসেন, আসাদুল হক আশা, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদস্য হাজি শাখাওয়াত হোসেন টাইগার। আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কবীর উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ড. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলফাজ উদ্দিন আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক নেতা মতিয়ার রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জসিমউদ্দিন লিটন, আওয়ামী লীগের সদস্য রজব আলী, সদস্য একরামুল হক, এনএম আশিফ, আবু তালেব শেখ, কলিম আজাদ, আলম, সাবেক মেম্বার আলম আলী, আনিস আলী, বজলু নষ্কার, মিলন, শরিফ উদ্দিন মোল্লা ও সাবেক মেম্বর মহাসিন আলী, রুস্তম ম-ল। সমাবেশ অতিথিরা বলেন, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগারের জেলা আওয়ামী লীগের সদস্য পদ হুইপ মহোদয় ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ হাজি শাখাওয়াত হোসেন টাইগার ফিরে পাওয়ার সংবাদে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ও চুুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ জেলার সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।