চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: তৃতীয় নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বুজরুকগড়গড়ি এলাকায় নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বনানীপাড়া ঈদগাহ মোড়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুজরুকগড়গড়ি বনানীপাড়া ঈদগাহ মোড় থেকে রেল লাইন পার হয়ে গাইদঘাটের মাঠ পর্যন্ত ১২ ফুট চওড়া ও ১৬শ’ ৭০ মিটার দৈর্ঘ্যরে এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহম্মদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউছার, ওই কাজের প্রজেক্ট ফাইনান্স অ্যাসোসিয়েট নাজমুল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান এমটিডিসিএমআরসির জয়েন্ট ভেঞ্চারের ঠিকাদার শরীফ উদ্দীন দুদু, পৌর কাউন্সিলর মুন্সী রেজাউল করীম খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীনা আক্তার রুবি, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।