যাত্রী তোলার প্রতিযোগিতায় মারামারি : দু’চালক আহত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ আশপাশ এলাকায় ইজিবাইকের যানযট চরমে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ আশপাশ এলাকায় ইজিবাইক চালকদের দৌরাত্ব দিন দিন বাড়তেই আছে। আর এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা যেমন পড়ছে বিড়ম্বনায়, তেমনি হাসপাতাল রোডে ইজিবাইক চালকরা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানোয় যানজট লেগেই থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। যাত্রী নেয়ার প্রতিযোগিতায় মাঝে মাঝেই দেখা যায় কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতি পর্যন্ত। গতকাল শনিবারও যাত্রী উঠানোর প্রতিযোগিতায় দু’ইজিবাইক চালক মারামারি করে আহত হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের সর্বত্রই ইজিবাইক দিন দিন বেড়েই চলেছে। এক সময়কার পরিবেশ বান্ধব ইজিবাইক এখন গলার কাটায় পরিণত হয়ে দাড়িয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ আশপাশ এলাকায় ইজিবাইক চালকদের দৌরাত্ম বেড়েই চলেছে। আর এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ছে চিকিৎসা নিতে আসা রোগীসহ তার স্বজনরা। শুধু তাই নয় হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে। এছাড়াও জরুরি বিভাগের সামনে যেনতেনোভাবে ইজিবাইক রাখার কারণে সব সময় যানজট লেগেই থাকে। রোগীদের বহন করা গাড়িগুলো হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ পথ পেরিয়ে ভেতরে ঢুকতে হিমশিম খেতে হয়। বিশেষ করে এ পরিবেশ দেখা যায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। ইজিবাইকের চালকরা এসময় যাত্রী নেয়ার প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। কে আগে যাত্রী ইজিবাইকে তুলতে পারে। এটা যেন নিত্য দিনের নাটক মঞ্চস্থ। এ প্রতিযোগিতায় এক চালক আরেক চালকের সাথে কথা কাটাকাটি থেকে শুরু করে এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। গতকাল শনিবারও ঘটে চালকদের মাঝে মারামারির ঘটনা। এসময় দু’চালক আহত হয়। আহতরা হলো চুয়াডাঙ্গা শহরতলীর পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার গফুরের ছেলে ইজিবাইক চালক ফারুক এবং হকপাড়ার গোলাম মোস্তফার ছেলে রাসেল। গতকাল শনিবার দুপুরে আহত দু’জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এদিকে চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে ইজিবাইক যত্রতত্রভাবে যাত্রী উঠানামা করানোর জন্য যানজট লেগেই থাকে এতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। এমনকি মাঝে মাঝে রোগীবহনকারী অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়তে দেখা যায়।