ঢাকার বারডেমে ভর্তি বহু গ্রন্থের রচয়িতা হামিদুল হক মুন্সি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা অঞ্চলের মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক বিশিষ্ট শিক্ষানুরাগী পৌর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল হামিদুল হক মুন্সি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৯ জানুয়ারি তাকে বারডেমে ভর্তি করা হয়। তার পায়ের একটি আঙ্গুল কেটে শরীর থেকে বাদও দিতে হয়েছে। তিনি কবে নাগাদ বারডেম থেকে ছাড়পত্র নিয়ে চুয়াডাঙ্গায় ফিরতে পারবেন তা গতকাল পর্যন্ত ছিলো অনিশ্চয়তার মধ্যে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতালপাড়ার বাসিন্দা হামিদুল হক মুন্সি কবি সহিত্যিক ও মুক্তিযোদ্ধা বিষয়ক বহু গ্রন্থের রচয়িতা। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা প্রস্তাবনা পর্বে নিযুক্ত সম্পাদক। পৌর ডিগ্রি কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঝে সিরাজগঞ্জের একটি কলেজে নিষ্ঠার সাথে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে কয়েকদফা শ্রেষ্ঠ প্রিন্সিপাল হিসেবে পুরস্কৃতও হয়েছেন। গত মাসের প্রথম দিকে তার পায়ে পেরেক বিদ্ধ হয়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচার করেও কাজ হয়নি। বরঞ্চ ইনফেকশন ছড়িয়ে যেতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে বারডেমে ভর্তি করিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি ও তার পরিবারের সদস্যরা দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।