চুয়াডাঙ্গায় আনন্দঘন পরিবেশে মালিকস জিমের উদ্বোধন

প্রথম সদস্য হলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আনন্দঘন পরিবেশে মালিকস জিমের উদ্বোধন করা হয়েছে। গতপরশু শুক্রবার সন্ধ্যা ৬টায় আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় উপক্ষো করে ফিতা কেটে জিমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। ফিতা কাটার আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে মালিক পরিবারের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান মালিকস জিমের সত্ত্বাধিকারী মঈনুল ইসলাম মালিক। এসময় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মজিবুল হক মালিক মজু, শাহরিন হক মালিক, মকছেদুল হক মালিক, গোলাম মর্তুজা মালিক সজল, ডা. জাম্মিসহ আমন্ত্রিতগণ। ফিতা কেটে জিম এরিয়ায় প্রবেশ করেই আধুনিক মানের ব্যায়ামের সরঞ্জাম দেখে মুগ্ধ হয়ে তৎক্ষনাত জিমের সর্বপ্রথম সদস্য হয়ে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। নগদ টাকা দিয়ে তিনি সর্বপ্রথম ভর্তি ফরম সংগ্রহ করে তা পূরণ করে মালিকস জিমের ১নং সদস্য হয়ে পড়েন। এরপর হুড়ো-হুড়ি করে অনেকেই সদস্য ফরম সংগ্রহ করে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউদ্দীন আহম্মেদ বলেন, ‘আমি চুয়াডাঙ্গায় যোগদানের পর যে ক’টি সেবামূলক প্রতিষ্ঠানের কথা ভেবেছিলাম সরকারি উদ্যোগে করার জন্য তার মধ্যে আধুনিক মানের জিম একটি। সেটি সরকারি ভাবে না হলেও মালিক পরিবার তাদের স্ব-উদ্যোগে এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলে প্রশংসার দাবিদার বনে গেছে। এ প্রতিষ্ঠানটি হওয়ায় চুয়াডাঙ্গার যুবসমাজ যেমন কিছুটা হলেও মাদকমুক্ত হতে পারবে, তেমনি শারীরিক সুস্থতার জন্য সব বয়সী মানুষেরা এখানে শরীর চর্চা করতে পারবে। চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কের (প্রাক্তন হোটেল অবসর) মালিকস জিম নামের এ সেবামূলক প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গাবাসীর নিকট একটি যুগোপযোগী শরীর চর্চার প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

Leave a comment